যবিপ্রবির মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হলেন ড. জাহিদ

 ড. মো. আশরাফুজ্জামান জাহিদ
ড. মো. আশরাফুজ্জামান জাহিদ  © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. আশরাফুজ্জামান জাহিদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

১ সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তিনি জীন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের পরিবর্তে বসছেন। অফিস আদেশে বলা হয়, দায়িত্ব গ্রহণের পরবর্তী এক বছর ড. মো. আশরাফুজ্জামান জাহিদ এ দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

দায়িত্ব গ্রহণের বিষয়ে জানতে চাইলে ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমাকে এই গুরু দায়িত্ব দেওয়ায় যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসমম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে।

ড. মো. আশরাফুজ্জামান জাহিদ ২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক ও ২০১০ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপর ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর থানার নহাটা গ্রামে।


সর্বশেষ সংবাদ