বশেমুরবিপ্রবির অনলাইন পরীক্ষা শুরু ২০ আগস্টের পর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আগামী ২০ আগস্টের পর অনলাইনে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ রবিবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসের কারণে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হলেও তাদের পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়, আগামী ২০ আগস্টের পর যেকোন তারিখ থেকে বিভিন্ন বর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। এ কারণে অত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নেয়ার জন্য বলা যাচ্ছে।

শিক্ষার্থীদের টিকার বিষয়ে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে যেখানে অবস্থান করছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য বলা যাচ্ছে। টিকা নেয়ার পর সংশ্লিষ্ট ছাত্রছাত্রী তাদের শ্রেণি প্রতিনিধি (সিআর) এর মাধ্যমে স্ব স্ব বিভাগীয় প্রধানকে অবহিত করার জন্য বলা হলো।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও পরীক্ষা স্থগিত ছিলো। আগামী ২০ আগস্টের বিশ্ববিদ্যালয়টি স্থগিত পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬