বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব

বুয়েটে ভর্তি পরীক্ষা নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব
বুয়েটে ভর্তি পরীক্ষা নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। দ্যা ডেইলি ক্যাম্পাসের সূত্র ব্যবহার করে আগামী ২৯ আগস্ট ভর্তি পরীক্ষা নেবে বুয়েট এমন খবর ছড়ানো হয়েছে। তবে এ ধরনের কোনো সংবাদ প্রচার করেনি দ্যা ডেইলি ক্যাম্পাস।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসের ভেরিফাইড ফেসবুক পেজের ইনবক্সে ও একাধিক প্রতিবেদকের কাছে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ওই নিউজের তারিখ ৫ আগস্ট উল্লেখ থাকলেও আজ বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে কোনো সংবাদ প্রচারিত হয়নি।

এর আগে গতকাল বুধবার ‘‘বুয়েটের ভর্তি পরীক্ষা বেশিদিন স্থগিত রাখার সুযোগ নেই: ভিসি’’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

ওই প্রতিবেদনে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, খুব বেশিদিন আমাদের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সুযোগ নেই। ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি আগামী ১১ আগস্টের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিতে পারবো।


সর্বশেষ সংবাদ