মাভাবিপ্রবিতে অনলাইনে পরীক্ষার অনুমোদন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনলাইন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নীতিমালা অনুমোদন করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২২১তম রিজেন্ট বোর্ড সভায় নীতিমালাটির অনুমোদন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে গত ১২ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক অনলাইন পরীক্ষা নেয়ার সম্ভাব্যতা এবং পরীক্ষা গ্রহণের পদ্ধতি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের জন্য কমিটি করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ. আর. এম. সোলায়মানকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহীদকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির সুপারিশমালা গত ৪ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৬তম একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত হয় এবং ৫ জুলাই অনুষ্ঠিত ২২১তম রিজেন্ট বোর্ড সভায় নীতিমালাটি অনুমোদন হয়।

নীতিমালায় অনলাইন ক্লাস, সৃজনশীল কাজ, সৃজনশীল কুইজ, সময়াবদ্ধ শ্রেণী পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য রয়েছে।

এছাড়া পূর্বঘোষিত ইউজিসির নির্দেশনা অনুযায়ী দীর্ঘ বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি থেকে পরিত্রাণের লক্ষে এই নীতিমালা অনুমোদন করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নীতিমালাটি সংগ্রহ করতে পারবেন।


সর্বশেষ সংবাদ