শাবির ফিজিক্যাল সায়েন্সের নতুন ডিন রাশেদ তালুকদার
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ AM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৩ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফয়ছল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ডিনবৃন্দরা হলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতি নির্ধারক। আপনাদের সঠিক ও দূরদশী কার্যক্রমের মাধ্যমেই আমরা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে এগিয়ে যাবো। আপনাদের সকল প্রকার ন্যায্য দাবি আমি নিয়মের মধ্যে থেকে পূরণ করতে সর্বদা সচেষ্ট থাকবো।
এসময় অন্যান্যদের মধ্যে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ এবং স্কুল অব এপ্লাইড সায়েন্সের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।