হাবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে নমনীয় শর্তের ঋণের চ্যাক বিতরণ

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৬ PM
চ্যাক বিতরণ অনুষ্ঠান

চ্যাক বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নমনীয় শর্তের ঋণের চ্যাক বিতরণ করা হয়েছে। এসব অস্বচ্ছল শিক্ষার্থীদের মোবাইল ফোন কিনতে এ ঋণ দেয়া হয়েছে। শিক্ষার্থীদেরকে এ ঋণের টাকার সঠিক ব্যবহারের আহবান জানিয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার আয়োজনে এ চ্যাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, আইআরটির পরিচালক অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, শরীরচর্চা শাখার পরিচালক প্রফেসর ড. শাহ মইনুর রহমান, সহকারি প্রক্টর ড. মো. রবিউল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারি পরিচালক মো. আব্দুল মোমিন শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, করোনাকালীন সময়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, তোমরা এই টাকার সঠিক ব্যবহার করিও, যে কাজের জন্য টাকা দেয়া হলো সেই কাজে যেন আসে। আমি আশা করি মোবাইলের অভাবে তোমাদের যাদের অনলাইন ক্লাস করতে সমস্যা হতো তাদের আর কষ্ট হবেনা।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬