টিউশন মিডিয়া: প্রতারণার ফাঁদে হাবিপ্রবির ৮ শিক্ষার্থী

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩০ PM
হাবিপ্রবি লোগো ও প্রতীকী ছবি

হাবিপ্রবি লোগো ও প্রতীকী ছবি © টিডিসি ফটো

টিউশনি পাইয়ে দেয়ার নাম করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন অনুষদের কমপক্ষে আট শিক্ষার্থীর কাছ থেকে প্রায় পঁচিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ‘টিউশন মিডিয়া ৩৬৫’ নামক একটি অনলাইন প্রতারক চক্র।

প্রতারণার শিকার এসব শিক্ষার্থীদের মধ্যে কৃষি অনুষদ থেকে ২ জন, বিজ্ঞান অনুষদ থেকে ২ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ২ জন, ডিভিএম অনুষদ থেকে ১ জন ও বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ১ জন রয়েছে।

জানা গেছে, ফাহিমা সুলতানা ফেসবুক আইডি থেকে ছদ্মবেশে হাবিপ্রবির শিক্ষার্থী সেজে টিউশনির অফার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেয় ওই প্রতারক চক্র। সেখান থেকে অজ্ঞাতনামা ব্যক্তি হাবিপ্রবির কয়েক শতাধিক শিক্ষার্থীর মুঠোফোন নাম্বার সংগ্রহ করে। পরে বানোয়াট ও মিথ্যা টিউশনির অফার দিয়ে এসব শিক্ষার্থীদের মুঠোফোনে মেসেজ দিতো প্রতারক চক্র। সেখান থেকেই প্রতারক চক্রের সাথে মুঠোফোনে যোগাযোগ হয় প্রতারণার স্বীকার হওয়া সাত শিক্ষার্থীর। অগ্রীম টাকা পাঠানোর সাতদিন পরে টিউশনি দেয়ার প্রতিশ্রুতি দেয় প্রতারক চক্র।

এদিকে, নিধার্রিত দিনে প্রতারণার স্বীকার হওয়া শিক্ষার্থীরা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে প্রতারক চক্রের মুঠোফোন নাম্বার বন্ধ দেখায় (০১৬৪৪৮৩১১৩৬)। এছাড়া প্রতারক চক্রের অনলাইন পোর্টালে বর্তমানে প্রবেশ করা যাচ্ছে না (tution media 365) বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাবিপ্রবির ডিভিএম অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) আমরা প্রতারণার স্বীকার হওয়াদের মধ্যে সাত শিক্ষার্থী সাইবার পুলিশ সেন্টারে (সিআইডি) প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে অভিযোগ দিয়েছি। তারা আমাদের জিডি করতে পরামর্শ দেন। পরের দিন আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) থানায় আমরা জিডি করি।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. সাহিদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীদের জিডি কপি হাতে পেয়েছি। আমরা অতি দ্রুতই তদন্ত শুরু করবো।

শিক্ষার্থীদের প্রতারণার স্বীকার হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর ড. মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে যেনো এমন ঘটনা আর না ঘটে সেজন্য সকলের সচেতন থাকা জরুরি। আশা করছি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম সংগঠনসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যৌথ উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করবে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬