অনলাইনে হাবিপ্রবির কৃষিবনায়ন বিভাগের ভাইভা অনুষ্ঠিত 

০১ অক্টোবর ২০২০, ০৮:৫২ AM
অনলাইনে হাবিপ্রবির ভাইভা

অনলাইনে হাবিপ্রবির ভাইভা © টিডিসি ফটো

প্রথমবারের মতো অনলাইনে মাস্টার্সের থিসিস প্রেজেন্টেশন ও ভাইভা সম্পন্ন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগ।

বুধবার অনলাইন থিসিস প্রেজেন্টেশন ও ভাইভা কার্যক্রমের সমাপ্তি ঘটে। প্রথম দিন অনলাইনে যুক্ত থেকে মাস্টার্স থিসিস ডিফেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পোস্ট গ্র‍্যাজুয়েট এন্ড স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড.ফাহিমা খানম।

উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ড.ফাহিমা খানম বলেন, এগ্রোফরেস্ট্রি বিভাগকে এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ। আশাকরি তাদের এই অনলাইন কার্যক্রম সফলভাবে শেষ হবে। যারা ডিফেন্স দিচ্ছে তাদের সকলের জন্য শুভ কামনা রইলো। সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক এই প্রত্যাশা করি। 

এ বিষয়ে কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো: শোয়াইবুর রহমান বলেন,  দুইদিন ব্যাপী জুম এপের মাধ্যমে মাস্টার্স ২০১৮ ও ২০১৯ শিক্ষাবর্ষের ভর্তিকৃত ১৩জন শিক্ষার্থীর থিসিস ডিফেন্স ও ভাইভা পরীক্ষা নেয়া হয়েছে । কিছুটা সমস্যা হলেও সর্বোপরি সব কিছুই অনেক সুন্দরভাবে শেষ হয়েছে। যদিও সম্পুর্নভাবে এটি একটি নতুন অভিজ্ঞতা তথাপি বেশ ভালোই লেগেছে।

তিনি আরও বলেন,  সবাইকে আমরা ১০ মিনিট সময় বেধে দিয়েছিলাম। এর সময়ের মধ্যে তাকে প্রেজেন্টেশন শেষ করতে হবে। এরপর ৩ মিনিট প্রশ্নোত্তর পর্ব ছিলো। প্রেজেন্টেশন শেষ হয়ে গেলে একজন একজন করে তাদের পুনরায় জুম এপে ভাইভার জন্য ডাকা হয়েছিলো। করোনা যদিও অনেক ক্ষতি করেছে তবুও এই করোনার কারনে  আমরা অনেক কিছু নতুনভাবে শিখেছি ও জেনেছি। 

আফসান সরণি অনলাইন প্রেজেন্টেশনের অনুভূতি জানিয়ে বলেন, মহামারির সময় আমরা ডিফেন্সের কথা চিন্তাও করতে পারি নাই কিন্তু ইন্টারনেটের সুবাদে এবং আমাদের স্যারদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার জন্য খুব সহজেই আমরা ডিফেন্স শেষ করেছি। সেশন জট এড়ানোর জন্য অনান্য বিভাগেরও এরুপ উদ্যোগ গ্রহণ করা উচিৎ বলে মনে করি।

অনলাইন এই কার্যক্রমে বহি:পরীক্ষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,গাজীপুর থেকে যুক্ত ছিলেন প্রফেসর ড.মঈন উদ্দিন, আন্তঃপরীক্ষক হিসেবে ছিলেন ফসল শারীরতত্ত্ব ও পবিবেশ বিভাগের প্রফেসর ড. আবু খায়ের মোঃ মুক্তাদিরুল বারী চৌধুরী  এবং প্রফেসর ড. মো: সফিকুল বারী অংশ গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী যুক্ত ছিলেন।

উল্লেখ্য যে অনলাইনে থিসিস প্রেজেন্টেশনের জন্য বিভাগের শিক্ষক বৃন্দ গত একমাস ধরে ছাত্র-ছাত্রীদের অনলাইনে প্রশিক্ষণ প্রদান করেন এই প্রশিক্ষণে বিভাগের অভ্যন্তরীণ শিক্ষকদের পাশাপাশি থাইল্যান্ড থেকেও বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক  হাফিজ আল আমিন ও সদ্য চীন ফেরত সহকারি অধ্যাপক ডঃ আবু হানিফ ও  আলোচনায় অংশগ্রহণ করে থিসিস সেমিনার কে প্রাণবন্ত করেন।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬