বশেমুরবিপ্রবিতে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রশাসন। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব), ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। কবে থেকে ক্লাস শুরু করা হবে এ বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। তবে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার নির্দেশ প্রদান করা হয়েছে।’ অনলাইন ক্লাসে অংশগ্রহণে শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘ক্লাস শুরু হওয়ার পর সমস্যাগুলো বোঝা যাবে এবং সমস্যাগুলো নির্ধারণ করে সেগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, এর আগে সকল পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


সর্বশেষ সংবাদ