মসজিদ নিয়ে বিরোধের জেরে হামলার শিকার বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

  © সংগৃহীত

মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী এবং তার মাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

আহত শিক্ষার্থী জোবায়েল হোসেন বশেমুরবিপ্রবির ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২ মে (শনিবার) উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনা সম্পর্কে জোবায়েল বলেন, ‘আমাদের সমাজের মসজিদ নিয়ে একই এলাকার নাজমুল হাসান, সাগর, আলামিন গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গাজীপুর আদালতে একটি মামলাও বিচারাধীন। আদালত উক্ত বিষয় স্ব-েস্ব অবস্থানে থাকার নির্দেশ দিলেও প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আদালতের আদেশ অমান্য করে মসজিদ নির্মাণে বাধা দেয়।

তিনি বলেন, ‘তারই জের ধরে শনিবার বেলা ২টার দিকে অতর্কিতভাবে মসজিদের সামনে আমার উপর হামলা করে। আমাকে রক্ষা করতে আমার মা, ভাইসহ এক বোন এগিয়ে আসলে তাদেরকেও লাঠি রড দিয়ে আঘাত করে।’

হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘আঘাতের ফলে আমার মা ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। কিন্তু তারপরেও দূর্বৃত্তরা থামেনি, তারা আমার মায়ের মাথায় পানিটুকু দিতে দেয়নি। ডাক্তার জানিয়েছেন, আঘাতের ফলে মায়ের কোমরের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমার বোন আর ছোটো ভাইও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।’

এই ব্যাপারে মামলা করার জন্য চেষ্টা করলেও দূর্বৃত্তরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে জানান জোবায়েল।


সর্বশেষ সংবাদ