বশেমুরবিপ্রবিতে মেস ভাড়া মওকুফ সংক্রান্ত বিষয়ে কমিটি গঠন
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মে ২০২০, ০৪:৩০ PM , আপডেট: ০৭ মে ২০২০, ০৪:৩০ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের হলের সিট ভাড়া এবং মেস ভাড়া মওকুফ সংক্রান্ত বিষয়ে কর্মনীতি, পরিকল্পনা নির্ধারণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) উপ-রেজিস্ট্রার মোরাদ হোসেন সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমানকে সভাপতি এবং শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়কুজ্জামান মিয়াকে সদস্য সচিব রেখে পাচঁ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বশেমুরবিপ্রবির প্রক্টর ড. রাজিউর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম।
অফিস আদেশে বলা হয়, ‘কোভিড-১৯ এর কারণে বিগত ১৯ মার্চ হতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘােষিত হওয়ায় এবং গোপালগঞ্জ জেলায় লকভাউন বিদ্যমান থাকায় অত্র বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তৎপ্রেক্ষিতে করোনা মহামারির বৈশ্বিক ক্রান্তিকালিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মেস বা সিট ভাড়া মওকুফ সংক্রান্ত বিষয়ে কর্মনীতি, পরিকল্পনা নির্ধারণ ও কার্যকর পদক্ষেপ গ্রহন করার নিমিত্তে এ কমিটি গঠন করা হলাে।’
অফিস আদেশে, কমিটিকে স্বল্পতম সময়ের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গৃহীত পদক্ষেপসমূহের সাথে সঙ্গতি রেখে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধ জানানো হয়েছে।
কমিটির কার্যক্রম সম্পর্কে সভাপতি ড. হাসিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি কমিটি সম্পর্কে শুনেছি। কিন্তু এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’