সরকারি সহযোগিতা পেলে করোনা পরীক্ষা করবে বশেমুরবিপ্রবি

১২ এপ্রিল ২০২০, ০৮:২০ PM

© ফাইল ফটো

সরকারি সহযোগিতা পেলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (বশেমুরবিপ্রবি) নভেল করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়টির চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান এ তথ্য জানিয়েছেন।

আজ (রবিবার) তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী। কিন্তু আমাদের কিছু ইকুইপমেন্ট এবং নিরাপত্তার ঘাটতি রয়েছে। এক্ষেত্রে সরকারি সহযোগিতা পেলে আমরা করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করতে সক্ষম হবো’

এবিষয়ে বিজিই বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ-আল-জোবায়ের এবং বিএমবি বিভাগের চেয়ারম্যান মোঃ লুৎফুল কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, তাদের দক্ষ লোকবল রয়েছে। যদি একটি আরটি পিসিআর মেশিন দেয়া হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয় তাহলে তারা করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করতে পারবেন।

এসময় তারা এও জানান, ইতোমধ্যে তারা বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের চেষ্টা করছেন।

এদিকে এ বিষয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বর্তমানে আমাদের একজন রোগীর করোনা শনাক্তের পরীক্ষার ফলাফল পেতে প্রায় তিনদিন সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে বশেমুরবিপ্রবিতে যদি কোভিড-১৯ শনাক্তকরণের পরীক্ষা করা সম্ভব হয় আমরা অত্যন্ত উপকৃত হবো।’

উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এখন পর্যন্ত তিনজন করোনা রেগী শনাক্ত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর থানায় এক পুলিশ সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদসহ ৩৫ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬