যবিপ্রবির মার্কেটিং বিভাগের অনলাইনে ক্লাস শুরু
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৬:০৯ PM , আপডেট: ৩১ মার্চ ২০২০, ০৬:৩৬ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।গতকাল সোমবার (৩০ মার্চ) রোববার বেলা ১১ টায় প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ক্লাসটি পরিচালনা করেন উক্ত বিভাগের প্রভাষক এস এম শরিফুল হক।এছাড়াও সন্ধ্যা ৭ টায় মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস অনুষ্ঠিত হয়।
চলমান করোনা ভাইরাসের প্রভাবে ১৮ ই মার্চ থেকে আগামী ৯ ই এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।যার ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।এই পরিস্থিতিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানের উদ্যেগে এই ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষাকার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এ ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করতে পারে এবং তাদের যেন সেশনজটের কবলে না পরতে হয় সেজন্য মার্কেটিং বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করা হচ্ছে।