৫ বছর পর বশেমুরবিপ্রবিতে প্রভাতফেরি (ভিডিও)

২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ AM

© টিডিসি ফটো

দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। এর আগে সর্বশেষ ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক খাইরুল আলম থাকাকালীন সময়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছিলো।

আজ (শুক্রবার) সকাল ৭ টায় অনুষ্ঠিত এ প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান, শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রভাতফেরীতে অংশগ্রহণকারী লোকপ্রশাসন বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম বলেন, "৫২ এর ভাষা শহীদদের স্মরণ প্রক্রিয়ায় প্রভাতফেরী একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও গত তিন বছরে আমরা প্রভাত ফেরীতে অংশগ্রহণের কোনো সুযোগ পাইনি, যেটি আমাদের জন্য একটি বড় আক্ষেপের বিষয় ছিলো। বিশ্ববিদ্যালয় জীবনের শেষবর্ষে এসে আজকের প্রভাতফেরিতে অংশগ্রহণ করতে পেরে চার বছরের সেই আক্ষেপ কিছুটা হলেও কমেছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও এই উদ্যোগ বজায় রাখবে।"

বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, ‘‘প্রভাতফেরি আমাদেরকে ৫২ এর ২১শে ফেব্রুয়ারীতে শহীদদের রক্তে রঞ্জিত রাজপথের কথা,মনে করিয়ে দেয়।’’ এসময় তিনি জানান, এ বছরে প্রভাতফেরী অনানুষ্ঠানিক ভাবে আয়োজন করা হলেও আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে আরো বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

 

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬