ইউজিসির নীরবতায় বশেমুরবিপ্রবিতে মশাল মিছিল
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৩ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৩ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নীরবতার প্রতিবাদে মশাল মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রবিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক জানান, ‘আমরা দীর্ঘ ১১দিন যাবৎ আন্দোলন করলেও ইউজিসি আমাদের বিষয়ে সম্পূর্ণ নীরব, তারা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তাদের এই নীরবতার প্রতিবাদে এবং আমাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার দূর করে আলো ফিরিয়ে আনতেই এই মশাল মিছিল আয়োজন করছি।’
প্রসঙ্গত, অনুমোদন না থাকায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ প্রদান করেছে ইউজিসি। ইউজিসির নির্দেশের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।