মাভাবিপ্রবি’র প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ৩ ফেব্রুয়ারি
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১১:২৬ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২০, ১১:২৬ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/ বিবিএ ও বিফার্ম) শ্রেণীর প্রথমবর্ষে ভর্তিকৃত সকল বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) দিনব্যাপী নিজ নিজ বিভাগের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সে ১৬টি বিভাগে ৮১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
৮১৫টি আসনের বিপরীতে চারটি ইউনিটে মোট ৬৫ হাজার ৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিল।