আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে বশেমুরবিপ্রবি
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৮:৪২ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২০, ০৮:৪২ PM
২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বশেমুরবিপ্রবির চলতি উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘‘সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আমরা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি এবং আগামী বছর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় এই সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।’’
এদিকে, সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থী উপদেষ্টা কাজী মসিউর রহমান। তিনি বলেন, ‘‘বর্তমানে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এসকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হয়। সমন্বিত ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থীরা এসকল ভোগান্তি থেকে রক্ষা পাবেন।" তবে শিক্ষার্থীরা সমন্বিত ভর্তি পরীক্ষায় লাভবান হলেও এটি বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। তার মতে অপেক্ষাকৃত পুরানো বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মত করানো এবং প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করাই এক্ষেত্রে সবচেয় বড় বাঁধা।’’
উল্লেখ্য,আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে তৈরি করা প্রশ্নপত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত এই সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।