নতুন বছরের উৎসব স্পর্শ করেনি ইটিই শিক্ষার্থীদের

০১ জানুয়ারি ২০২০, ০৮:১১ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নতুন বছরে সারাদেশ উৎসবে মুখর হলেও এই যাত্রায় কোন আনন্দ স্পর্শ করেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের।

দীর্ঘ ৭৬ দিন যাবৎ ইটিই বিভাগকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে আন্দোলনরত এসকল শিক্ষার্থীরা জানান, যেখানে ভবিষ্যৎ অনিশ্চিত সেখানে নতুন বছর উদযাপন আমাদের জীবনে অর্থহীন।

ইটিই তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান জানান, ইটিই এবং ইইই এর পাঠ্যক্রম অনেকটা একই হলেও চাকরির ক্ষেত্রে ইটিই এর সুযোগ কম। এমনকি বিটিসিএলেও ইটিই এর পরিবর্তে ইইইকে গুরুত্ব দেয়া হয়। এ কারণে আমরা ২০১৯’র অক্টোবর থেকে ইটিইকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে আন্দোলন করছি। দীর্ঘ ৭৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসন আমাদের বিষয়ে নীরব। এমতাবস্থায় নতুন বছরের আগমন আমাদের মাঝে কোনো আনন্দের অনুভূতি তৈরি করেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মো. শাহজাহান বলেন, ‘আমার ক্ষমতা সীমিত। তাদের দাবিটি কোনো সহজ বিষয় ময়। নতুন উপাচার্যের নিয়োগ ব্যতীত এটি সমাধান সম্ভব নয়’।

উল্লেখ্য, বিগত বছরের ১৮ অক্টোবর থেকে ইটিইকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে তারা সমস্যার সমাধান চেয়ে ইউজিসি বরাবর এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ১৩ জানুয়ারির মধ্যে তাদের দাবি পূরণ না হলে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন তারা।

‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬