বশেমুরবিপ্রবিতে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহানের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে, সকাল ৮.৩০ টায় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ৯.০০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান। এসময় গোবরা ইউনিয়নের ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

পরবর্তীতে বিকাল ৩.০০ টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬