হাবিপ্রবিতে “মেকার ফেয়ার ২০১৯” অনুষ্ঠিত

২৭ নভেম্বর ২০১৯, ০৯:০০ AM
মেকার ফেয়ার ২০১৯

মেকার ফেয়ার ২০১৯ © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইইইই এইচএসটিইউ স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে "মেকার ফেয়ার ২০১৯" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় টিএসসিতে চারটি ক্যাটাগরিতে যথাক্রমে সোকার বোট চ্যালেঞ্জ, পোস্টার প্রেজেন্টেশন, সার্কিট সলভিং, এইচএসি প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে "আইইইই এইচএসটিইউ স্টুডেন্ট ব্রাঞ্চ" এর কাউন্সিলর সহকারী অধ্যাপক মো.শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন " আইইইই শিক্ষার্থীদের মেধা বিকাশের অন্যতম প্লাটফর্ম, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম তথা দেশকে এগিয়ে নিতে নতুন আবিষ্কারের মাধ্যমে নিজেদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে আইইইই বাঞ্চের ভূমিকা অনস্বীকার্য।"

এতে বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডিন আদিবা মাহজাবিন নিতু, সিএসই বিভাগের চেয়ারম্যান ফজলে রাব্বী, ইইই বিভাগের চেয়ারম্যান ফারুক কিবরিয়া, ইসিই বিভাগের চেয়ারম্যান ড. মো. মাহাবুব হোসেন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. ফেরদৌস ওয়াহিদ, প্রভাষক রনি তোতা ও প্রভাষক মো. ইলিয়াস হাসান পাঠান।

আইডিয়া কনটেস্টে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে টিম নিউক্লিন, টিম বোসন ও টিম মিনিস কিউল এনিমি। সার্কিট সলভিং এ প্রথম স্থান অধিকার করেন ফরিদুল ইসলাম(১৭ ব্যাচ), দ্বিতীয় স্থান রাজীন ইসলাম (১৯ ব্যাচ) ও তৃতীয় স্থান অধিকার করেন শরিফুজ্জামান বাবু(১৭ ব্যাচ)। এইচএসিতে চ্যাম্পিয়ন সাকিব শাওন ইফতিকারুল ইসলাম আলভি, লিমা তাসনিম ও দেবাশীস কুমার। পোস্টার ডিজাইনে চ্যাম্পিয়ন হন জাহিদ হাসান, শাহীন আলম ও উম্মে ফাতিমা। সোকার বোটে চ্যাম্পিয়ন হয় এইচএসটিইউ রোবো মেকার ও রানারআপ হয় এইচ-৩।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানারআপ দলসমূহকে অতিথিরা পুরস্কার তুলে দেন।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬