রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বুয়েটের চূড়ান্ত নিষেধাজ্ঞা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৮:৩৮ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৯:২২ AM
বুয়েটে ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন আবরার ফাহাদ। এঘটনার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছিল তার একটি ছিল ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা। হত্যাকাণ্ডের পর আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন সেই দাবিটি মেনে নিয়েছিল। সম্প্রতি বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন।
বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘ইতোমধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা কোনো অনুমোদিত ক্লাব বা সোসাইটি ব্যতিত অন্য কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে বা এর কার্যক্রমে অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদেরকে অবশ্যই এই আদেশ মেনে চলতে হবে। কেউ অমান্য করলে অধ্যাদেশ বর্ণিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো ম্যধ্যম বা ক্ষেত্রে সাংগঠনিক বা রাজনৈতিক পরিচয় ব্যবহার না করারও নির্দেশ দেয়া হয়েছে।