আবরার হত্যা: পুলিশের চার্জশিটে ২৫, বুয়েটের তদন্তে ৬০ জনের নাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:৩৭ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৮:৩৭ AM
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এরপর অভিযুক্ত ২৫ জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করে আসছে বুয়েট শিক্ষার্থীরা। কিন্তু, সেই দাবি বাস্তবায়নে তিন সপ্তাহ সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চার্জশিট দাখিলের পরও তাদের বহিষ্কারে সময় চাওয়ার কারণ অনুসন্ধানে জানা যায়, এ হত্যাকাণ্ডের সাথে ৬০-৬৫ জন শিক্ষার্থীর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ পেয়েছে বুয়েটের তদন্ত কমিটি। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগদানের জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন।
এঘটনায় মোট৬০- ৬৫ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, তদন্তে যাদের নাম এসেছে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা নিলে তা প্রশ্নবিদ্ধ হবে। এজন্যই তারা আন্দোরনরত শিক্ষার্থীদের থেকে সময় চেয়েছেন।