বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  © ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১০ ও ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি ও পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) জানা যাবে।

এ বছর ৯টি অনুষদের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট তিন হাজার ৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, ১ নভেম্বর এফ, জি ইউনিট, ২ নভেম্বর ডি, ই ইউনিট; ৮ নভেম্বর সি ও এইচ ইউনিট; এবং এ, বি, আই ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।

ঘূর্ণিঝড় বুলবুল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরেও যথাসময়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে  বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  উপাচার্য প্রফেসর ড. মো: শাহজাহান।


সর্বশেষ সংবাদ