আন্দোলনের মুখে সাবেক উপাচার্যের ভাতিজার পদত্যাগ

১৩ অক্টোবর ২০১৯, ০৫:১০ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. নুরুদ্দীন আহমেদ দ্য ডেইল ক্যাম্পাসকে জানান, “তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি এটি উপাচার্য বরাবর প্রেরণ করবো।”

এর আগে রবিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অবৈধ নিয়োগ, স্বৈরাচারী আচরণসহ অন্যায়ভাবে নাম্বার কম দেয়ার অভিযোগে তাদের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে নিজ ডিপার্টমেন্টের সামনে আন্দোলন শুরু করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের আশ্বাসের ভিত্তিতে প্রশাসনকে তিনদিনের সময়সীমা দিয়ে তারা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফরে যায়।

উল্লেখ্য, খোন্দকার পারভেজ বশেমুরবিপ্রবির সাবেক বিতর্কিত উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা। অভিযোগ রয়েছে অনার্স-মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী পাওয়া সত্বেও তিনি চাচার ক্ষমতায় অবৈধভাবে শিক্ষক হিসেবে নিয়োগ পান।

এর আগে সীমাহীন দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন।

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬