ফেসবুকে স্ট্যাটাস: বশেমুরবিপ্রবি ছাত্র গ্রেফতার

১২ অক্টোবর ২০১৯, ০৫:৪২ PM
মামুন ভুঁইয়া

মামুন ভুঁইয়া © টিডিসি ফটো

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ফেসবুকে ওই শিক্ষার্থী সরকারবিরোধী  স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীসহ আরও দুইজনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে।

আসামিরা হলেন- বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মামুন ভুঁইয়া ওরফে মারজান (২০) ও টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের জিলু শেখের ছেলে জাহিদ শেখ (২৬)। অপর আসামি মিল্কভিটার কোম্পানির একজন কর্মচারী; যাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এ কে এম এনামুল কবীর।

তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তার একাউন্ট থেকে করা আগের স্ট্যাটাসের জন্য দুঃখ প্রকাশ করে লিখেছেন, আমার আইডিটা হ্যাক হয়েছিল। পূর্বের পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী। মাত্র ফিরে পেলাম।

টুঙ্গিপাড়া থানার ওসি এনামুল বলেন, টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস শুক্রবার রাতে তাদের থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী রেজাউল বলেন, মামুন ভুঁইয়া ওরফে মারজান ফেসবুকে লাইভে জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সম্পর্কে অশালীন বক্তব্য দেন এবং সরকার পতন অনিবার্য বলে মন্তব্য করেন।

তিনি বলেন, অপর আসামি জাহিদ শেখ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছেন। এছাড়া ছাত্রলীগের প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। এটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আমার মনে হওয়ায় আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬