হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আগামী রবিবার থেকে ছুটিতে যাচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। পূজোর ছুটি শুরুর আগে ও পরে শুক্রবার-শনিবার হওয়ায় বাড়তি আরও ৪ দিনের ছুটি পাবেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে ৯ দিনের একটা লম্বা ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা ।
ছুটি পেয়ে গতকাল বৃহস্পতিবার একাডেমিক পাঠ শেষ করেই আত্মীয় স্বজনদের সাথে দুর্গা পূজার আনন্দ ভাগাভাগি করতে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন অনেকে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও ছুটি পেয়ে বাসায় ফিরতে শুরু করেছেন।
ছুটি শেষে ১৩ অক্টোবর থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারিতি ভাবে চালতে থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো.রাশেদ ফারুক ।
বন্ধে হল খোলা থাকবে কি’না এ ব্যাপারে শেখ রাসেল হল সুপার ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.ইমরান পারভেজ জানান, যারা হলে থাকতে চায় ,প্রশাসনের অনুমতি সাপেক্ষে থাকতে পারে ।