বশেমুরবিপ্রবিতে নতুন ছয় জেলায় বাস সার্ভিস উদ্বোধন

  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে ছয়টি জেলায় বাস সার্ভিস করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন পিরোজপুর, মাদারীপুর (শিবচর ও কাঁঠালবাড়ি ফেরিঘাট), ফরিদপুর, সাতক্ষীরা, বাগেরহাট এবং যশোর এই ছয়টি জেলায় বাস সার্ভিস উদ্বোধন করেন। এসময় এসকল জেলার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বিকেল ৫.১০ এ জয়বাংলা চত্বর থেকে বাসসমূহ উক্ত জেলা সমূহের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার বাসসমূহ এসকল জেলার উদ্দেশ্যে যাত্রা করবে এবং রবিবার সকালে শিক্ষার্থীদের নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে নিজ শহরে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাও। আইন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরিদপুরের আহমেদ আকাশ জানান, ‘বিশ্ববিদ্যালয়ে বাড়ি ফেরার আনন্দ অন্যরকম। ভিসি স্যারের নিকট আমরা কৃতজ্ঞ আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার সুযোগ করে দেয়ায়’।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন জেলার শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন গোপালগঞ্জের বাইরে উল্লেখিত ছয়টি জেলা এবং বরিশাল ও খুলনাসহ মোট আটটি জেলায় বাস বরাদ্দ দিয়েছেন। এর ফলে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বশেমুরবিপ্রবির তিনটি বিভাগ জুড়ে বাস সার্ভিস তৈরি হয়েছে।


সর্বশেষ সংবাদ