বিদেশীসহ হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

০১ আগস্ট ২০১৯, ১১:০৫ AM

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের বহিষ্কার করা হয়েছে। গত ৩০ মে ২০১৯ আবাসন ও শৃংখলা কমিটির সুপারিশ এবং ৪৭তম রিজেন্ট বোর্ড সভার সিন্ধান্তে এই বহিস্কারাদেশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত (২৯/০৭/২০১৯) বহিষ্কার আদেশে বলা হয়, সহকারী প্রক্টর ও ইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মো মাহাবুব হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ৫(পাঁচ) শিক্ষার্থী যথাক্রমে (১) মো আশরাফুল আলম, ১৭০৫১০৫ এমবিএ ৩য় সেমিস্টার, (২) নাফিউল হাদি বাঁধন ১৬০৭৩৫১ সিভিল ইঞ্জিনিয়ারিং, লেভেল-৩ সেমিস্টার ২, (৩) বিন ইয়ামিন সুফি, ১৭০৩১১৫ বিবিএ লেভেল-২ সেমিস্টার ২ (৪) জান্নাত-ই-নাঈম ১৬০৯৪৮৬ বিএসএস লেভেল-৩ সেমিস্টার ২ এবং (৫) মাহামুদুল হাসান (সজীব) ১৭০৩০৯৬ বিবিএ লেভেল-২ সেমিস্টার ২ কে বিশ্ববিদ্যালয় শৃংখলাপরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের প্রত্যেককে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ এবং ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে আবাসিক হল থেকে বহিষ্কার করা হলো।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে বিদেশী শিক্ষার্থী (১) ধীরাজ কুমার, ১৬০৪১৩৮ এবং (২) জয় যাদব, ১৬০৭৩৫৬ কে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৃংখলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে ৪ সেমিস্টার (২ বছর) এর জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিষ্কার এবং অপর এক বিদেশী শিক্ষার্থী (৩)কূল দ্বীপ শর্মাকে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের আহকামুল আকমাম (বাঁধন) নামের অপর এক এমএস শিক্ষার্থীকে (১৯০৫০৮৯) রোভার স্কাউটের একটি অনুষ্ঠানে একজন নারী রোভার সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে ১ সেমিস্টারের জন্য বহিষ্কারসহ কঠোরভাবে সতর্কীকরণ করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আদেশ কপি সংশ্লিষ্ট বিভাগে পৌঁছানোর পর থেকে তারা বহিরাগত হিসেবে বিবেচিত হবে এবং খুব শীঘ্রই এই অফিস আদেশ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কেউ কোন বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথোপোযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬