যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যবিপ্রবি উপাচার্য

২২ জুন ২০১৯, ০৩:২৫ PM
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন © টিডিসি ফটো

অণুজীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে ও দি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সমঝোতা স্মারক স্বাক্ষকরের উদ্দেশ্যে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরকালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন শিক্ষা ও গবেষণার মনোন্নয়নে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয় দি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইন্টারন্যাশনাল মাইক্রোবায়োলজি সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ৩ জুলাই যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনের দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের
  • ২৭ জানুয়ারি ২০২৬