শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল

০২ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ PM
শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল

শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব। 

শুক্রবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড- এর সভাপতি মো. আল-আমিন পারভেজ। এই আয়োজনে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড-এর নির্বাহী বোর্ডের সভাপতি ডেনিয়েল ফেদোরোভিচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান। এ ছাড়া বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ এবং বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মো. মনসুরুল হক নেতৃত্বে থাকবেন।

জানা যায়, ২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের এটি অষ্টম আসর। বাংলাদেশে অর্থনীতি শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মের মধ্যে বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধির জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে এই সিলেট আঞ্চলিক পর্বটি আয়োজিত হচ্ছে। পর্বটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে— জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড। একটি প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের অর্থনৈতিক যুক্তি, তাত্ত্বিক জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে। অনুষ্ঠানে সকাল সাড়ে ৯টায় অংশগ্রহণকারীদের নিবন্ধন ও ১০টা ১০ মিনিট থেকে প্রিলিমিনারি পরীক্ষা এবং দুপুর ১২টা থেকে ১টা ৫৫ মিনিট পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হবে এবং প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

উল্লেখ্য, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড একটি জাতীয় প্রতিযোগিতা, যা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ছড়িয়ে দিতে এবং অর্থনীতি–ভিত্তিক বিশ্লেষণী সক্ষমতা গড়ে তুলতে কাজ করে। বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড–এর লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সচেতন, নৈতিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলা।

স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
হঠাৎ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে মির্জা আব্বাস
  • ১২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৬ পিকআপ ও ৩২ ভারতীয় গরুসহ আটক ১
  • ১২ জানুয়ারি ২০২৬
এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9