যবিপ্রবিতে ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওসমান হাদির গায়েবানা জানাজায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওসমান হাদির গায়েবানা জানাজায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন  © টিডিসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। এ সময় তিনি ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ওসমান হাদির সাহস ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় লড়াই আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা ও চেতনা ধারণ করে আমরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’

উপাচার্য আরও বলেন, ‘আমাদের এই ছোট ভূখণ্ডকে একটি অপশক্তি বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিন্দুমাত্র কোনো ছাড় দেওয়া হবে না।’

জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকশ সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!