গতকাল শাকসুর তারিখ ঘোষণা করা ভুল ছিল: প্রো-ভিসি

বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম
বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম  © টিডিসি ফটো

গতকাল (বৃহস্পতিবার) মধ্যেরাতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (শাকসু) তারিখ ঘোষণা দেওয়া ভুল ছিল বলে মন্তব্য করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

জানা যায়, গতকাল সন্ধ্যায় শাকসু নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় হঠাৎ ‘অনিবার্য কারণ' দেখিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে তালা দেন শিক্ষার্থীরা। 


সর্বশেষ সংবাদ