পবিপ্রবিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি

০১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ PM
প্রফেসর বদিউজ্জামান ও প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন

প্রফেসর বদিউজ্জামান ও প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে। সদস্যসচিব হয়েছেন এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ইকতিয়ার উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের মহানায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় অঙ্গনে নবগঠিত এ কমিটি তাঁর আদর্শকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটির আহ্বায়ক প্রফেসর বদিউজ্জামান বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল আত্মনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়া। আমরা গবেষণা ও কার্যক্রমের মাধ্যমে সেই স্বপ্নকে এগিয়ে নিতে চাই। এই কমিটি জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে কাজ করবে। সদস্যসচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, শৃঙ্খলা, কর্ম ও দেশপ্রেম ছিল শহীদ জিয়ার মূল দর্শন। আমরা শিক্ষার্থী ও শিক্ষক সমাজের মধ্যে সেই দর্শন জাগ্রত করতে চাই। নবগঠিত আহ্বায়ক কমিটি এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মো. মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া।

এ ছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হয়েছেন এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম. জহুরুল হক, স্ট্যাটিসটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. ইফতেখারুল আলম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, হর্টিকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো. শহীদুল ইসলাম, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ড. মো. আহসানুর রেজা, সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. সগিরুল ইসলাম মজুমদার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমিনুল ইসলাম, হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার (অ. দা.) ড. মিজানুর রহমান মাহবুব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডেপুটি রেজিস্ট্রার সালমা আক্তার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. জিয়াউদ্দিন, সহকারী রেজিস্ট্রার মো. আতাউর রহমান (ভেটেরিনারি), মোসাম্মৎ ডলি বেগম, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম এবং ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের সেকশন অফিসার এস. এম. মেহেদী হাসান।

নবগঠিত এ আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় অঙ্গনে গবেষণা, শিক্ষা ও জাতীয়তাবাদী চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করছেন পরিষদের সদস্যরা।

ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9