বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির দুই শিক্ষক

রাবিপ্রবির দুই শিক্ষক
রাবিপ্রবির দুই শিক্ষক  © সংগৃহীত

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দুই শিক্ষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক খ্যাতনামা চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) এর যৌথ জরিপে এই তালিকা প্রকাশ করা হয় শনিবার (২০ সেপ্টেম্বর)।

তালিকায় স্থান পাওয়া দুই শিক্ষক হলেন, রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানজিম মাহমুদ। এর মধ্যে ২০১৮ সাল থেকেই নিয়মিতভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান।

উল্লেখ্য, এলসেভিয়ার (Elsevier) প্রতিবছর বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় দুই হাজারের বেশি জার্নাল প্রকাশ করে থাকে। এর প্রকাশিত নিবন্ধের সংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি এবং আর্কাইভে সংরক্ষিত প্রকাশনার সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এটি মূলত চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের ওপর গবেষণাপত্র, বই এবং জার্নাল প্রকাশ করে থাকে।

 


সর্বশেষ সংবাদ