বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ২৮৬ জন, কোন বিশ্ববিদ্যালয় থেকে কত?

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ PM
এলসেভিয়ার এর লোগো

এলসেভিয়ার এর লোগো © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ২৮৬ জন গবেষক। 

সম্প্রতি ২০ সেপ্টেম্বর (শনিবার) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্যসংখ্যক গবেষক জায়গা করে নিয়েছেন। এ তালিকায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৩ জন গবেষক স্থান পেয়ে দেশের শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৭ জন গবেষক স্থান পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

এছাড়া ওই তালিকায় অবস্থান পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৫ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১২ জন এবং আন্তর্জাতিক ডায়রিয়া গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) ১৮ জন, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৫, আরিবান এগ্রিএনভাইরো ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ১, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালযয়ে ৩, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে, ১, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ৫, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ৪, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে ১, বাংলাদেশ শাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটে ১, বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে ১, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ১, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ১ জন।

বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ২, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ১, বিসিএসআইআর ল্যাবরেটরিজ, ঢাকা ১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩, বায়োমেডিকেল গবেষণা ফাউন্ডেশনে ১, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০, পরিবেশ ও ভূ-তাত্ত্বিক তথ্য সেবা কেন্দ্র (সিজিআইএস) ১, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালযয়ে ১, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫, ঢাকা শিশু হাসপাতালের ১, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের (ডুয়েট) ৩, স্বাস্থ্য অধিদপ্তরের ১, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২, এভিসিন হেলথ ১ জন। 

এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ১, আন্তর্জাতিক ডায়রিয়া গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ১, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের ৩, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৪ জন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩, বাংলাদেশ পাট মন্ত্রণালয়ের ১, জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) ১, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬, নর্থ সাউথ ইউনিভার্সিটির ১০, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ১, পিওর আর্থ’র ১, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪, সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশ্যাল ট্রান্সফরমেশনের ১, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৩, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩, তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ১, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের ১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন স্থান পেয়েছেন। 

আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9