কুয়েটে অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণা

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ AM
কুয়েটে অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণা

কুয়েটে অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণা © টিডিসি ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন ব্যাচের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন কুয়েট’। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকে ‘এডমিশন টেস্ট বন্ধ’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের দাবিতে বলা হয়, সরকারের কাছে প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা নেই এই অবস্থায় নতুন কোনো প্রকৌশলী গড়ে তোলার প্রয়োজন নেই। তাই ২৪তম ব্যাচকে কুয়েটের শেষ ব্যাচ ঘোষণা করা হয়েছে।

প্রকৌশল অধিকার আন্দোলন কুয়েট জানিয়েছে, গত ছয় মাস ধরে ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে কোনো প্রকার প্রমোশনাল কোটা থাকবে না, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ডিগ্রি। এছাড়া দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি উভয় পক্ষকেই পরীক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তির সুযোগ দিতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না এমন নীতিগত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।

এই দাবিতে গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করলে সরকার দাবিগুলো যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করে, যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় পক্ষের প্রতিনিধি রাখা হয়।

প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা অভিযোগ করেন, তদন্ত কমিটিতে তাদের দাবির যৌক্তিকতা উপস্থাপন এবং ডিপ্লোমাধারীদের দাবির অসারতা প্রমাণের পরও সরকার ১৭ সেপ্টেম্বর ডিপ্লোমাধারীদের মব প্রেশারের মুখে তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে। তাদের ভাষায়, ‘আলোচনায় পরাজিত হয়ে ডিপ্লোমা সিন্ডিকেট সারাদেশে মব তৈরি করেছে এবং সরকার সেই মবের কাছে আত্মসমর্পণ করেছে।’

তারা আরও বলেন, ‘সরকার যৌক্তিক দাবির দিকে নজর না দিয়ে স্পষ্টভাবে মবের কাছে মাথা নত করেছে। এতে বোঝা যায়, সরকারের কাছে প্রকৌশলীদের কোনো মূল্য নেই। তাই নতুন করে কোনো ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই।’

এই অবস্থান থেকে তারা ঘোষণা দেন, ‘আমরা সব ব্যাচের শিক্ষার্থী এবং অ্যালামনাই মিলে ঘোষণা করছি ২৪তম ব্যাচই হবে কুয়েটের শেষ ব্যাচ।’

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
কানাডা ও চীনের কৌশলগত অংশীদারিত্ব: ৪৯ হাজার চীনা ইলেকট্রিক …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষায় কঠোর নিরাপত্তা, অতিরিক্ত আইনশৃঙ্খলা বা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9