ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠায়

বাংলাদেশ হাইটেক পার্ক এবং বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ AM
বাংলাদেশ হাইটেক পার্ক এবং বুয়েটের মধ্যে সমঝোতা

বাংলাদেশ হাইটেক পার্ক এবং বুয়েটের মধ্যে সমঝোতা © সংগৃহীত

ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (আইএফটি) প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, দেশের ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে যে রিসার্চ গ্যাপ রয়েছে, আইএফটি সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। বুয়েটের অভিজ্ঞতা ও সাফল্যের কারণে চর এলাকা থেকে প্রকল্পটি সেখানে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। তাঁর ভাষ্য, বুয়েটের বিদ্যমান অবকাঠামো ব্যবহারের ফলে নতুন করে ভূমি অধিগ্রহণ বা নকশা তৈরিতে অর্থ ব্যয় করতে হবে না।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, দুই বছরের মধ্যে ভৌত অবকাঠামো শেষ করা হবে এবং চার বছরের মধ্যে একাডেমিক কার্যক্রমে উৎকর্ষতা আনা হবে। প্রথম চার বছর প্রকল্পে আইসিটি বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সরাসরি সম্পৃক্ততা থাকবে। বিদেশ ফেরত ফ্যালো শিক্ষকদের দিয়ে কোর্স চালুর পাশাপাশি স্বল্প, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কারিকুলাম তৈরি করা হবে, যা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত কাঠামোর বাইরে হবে।

বুয়েটের উপাচার্য বলেন, সময়োপযোগী ও যৌক্তিক এই উদ্যোগ বুয়েটের জন্য একটি বড় সুযোগ। উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ফ্রন্টিয়ার টেকনোলজি পরিবর্তনশীল হওয়ায় বাজারবান্ধব, ডায়নামিক ও ফ্লেক্সিবল প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে।

আইএফটিতে মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মাইক্রো-ফেব্রিকেশন, ব্লকচেইন, বায়োটেকনোলজি, ন্যানোপ্রযুক্তি, নিউরোটেকনোলজি, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, হাইপার-অটোমেশন, বিহেভিয়ার ইন্টেলিজেন্স, উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম ও সাসটেইনেবিলিটি বিষয়ে পাঠদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, প্রকল্প পরিচালক ড. মো. মনসুর আলম, বুয়েট ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9