বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ, ব্যবস্থা নিতে ১২ ঘণ্টার আলটিমেটাম

 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী এবং প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে নেসকো কার্যালয়ে ডেকে তাকে হত্যার হুমকি ও গালাগাল করেছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর প্রতিবাদে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। আগের তিন দাবি মানতেও একই সময় আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ আগস্ট) রাতে বিক্ষোভ করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আর আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ আলটিমেটাম দেন তারা। এতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী এবং প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) গত ২৫ আগস্ট নেসকো কার্যালয়ে ডেকে তাকে হত্যার হুমকি দেয়া হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া ঘটনার বিবরণ অনুযায়ী, স্মারকলিপি প্রদানের পর বেরোবি শিক্ষার্থীরা চলে গেলে নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন (ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড) তার কক্ষে রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে উপস্থিত প্রায় ২০-২৫ জন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা-কর্মচারী মিলে রোকনুজ্জামান রোকনকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাাগাল করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন।

আরও পড়ুন: হামলা-হুমকির প্রতিবাদে মধ্যরাতে যমুনায় যাওয়ার চেষ্টা বুয়েট শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একজন প্রকৌশলীর মর্যাদায় আঘাত হানা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং এটি প্রকৌশলীদের সার্বিক নিরাপত্তা ও মর্যাদার ওপর হুমকি। 

তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তিন দফার বাস্তবায়নে ১২ ঘণ্টার মধ্যে প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে। প্রকৌশলীদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হবে না বলে জানিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence