রড চুরি করার সময় দুইজনকে আটক © টিডিসি ফটো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নির্মাণাধীন ছাত্রী হল থেকে রড চুরি করার সময় দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। বুধবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা আতাউল্লাহ (১৭) ও রাহাত মুন্সী (২১)। এদের মধ্যে আতাউল্লাহকে প্রথমে হাতেনাতে আটক করা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে রাহাত মুন্সীকে আটক করা হয়।
নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দু’জন নির্মাণাধীন হলে প্রবেশ করে। ভোরে এক ব্যাগ রড নিয়ে বের হওয়ার সময় নিরাপত্তাকর্মীরা আতাউল্লাহকে ধরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদে রাহাত মুন্সীর সম্পৃক্ততার তথ্য মেলে।
আরও পড়ুন: মহাখালী সাততলা বস্তিতে আগুন
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, ‘ভোর ৬টা ৫ মিনিটে আনসার সদস্যদের সহায়তায় জানতে পারি, একজন রড চুরি করে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে আরেকজনের নামও বেরিয়ে আসে।’
এদিকে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়ার বাসা থেকে ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ ওঠে তার গৃহকর্মীর বিরুদ্ধে। প্রমাণসহ আটক হওয়ার পর জানা যায়, ওই গৃহকর্মী ও রাহাত মুন্সী ভাইবোন।
পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘আটক দুইজনের পরিবারকে ডেকে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার এ ধরনের অপরাধ করলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’