শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী শুরু
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ১২:১৬ PM , আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১২:১৬ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টায় কেন্দ্রীয় মিলনায়তনে এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
‘টুগেদার ফরএভার’ স্লোগানে ‘২০ বছর পূর্তি ও ব্যবসায় প্রশাসন পুনর্মিলনী-১৯’ অনুষ্ঠান আয়োজন করে অ্যালামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম, অধ্যাপক ড. খাইরুল ইসলাম, আয়োজনের আহবায়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার, অ্যালামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন’র সভাপতি তানভীর আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী।
শুক্রবার কেন্দ্রীয় মিলনায়তনে ‘এন্ট্রাপ্রেনিয়ার সেশন’ বিকেলে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজ’র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মো. মাহতাবুর রহমান নাসির।
এছাড়া সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টে গাইবেন রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ি ও দেশসেরা ব্যান্ড অর্থহীন। দ্বিতীয়দিনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, ফান প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আয়োজনে সহযোগিতায় রয়েছে প্রাণ আপ, আড়ং, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজ।