দীর্ঘ ৫ বছরেও সম্পন্ন হয়নি গোবিপ্রবির প্রধান ফটকের কাজ

১৫ জুলাই ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১০:৫৪ PM
অসম্পন্ন গোবিপ্রবির প্রধান ফটক

অসম্পন্ন গোবিপ্রবির প্রধান ফটক © টিডিসি

দীর্ঘ ৫ বছরেও সম্পন্ন হয়নি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের কাজ। ২০২০ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণের কাজ শুরু হলেও এতদিনেও টাঙানো হয়নি স্থায়ী নামফলক বা পরিচিতিসূচক সাইনবোর্ড। শুধু অবকাঠামো নির্মিত হলেও হয়নি রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। ফলে বিশ্ববিদ্যালয়ে আগত নতুন শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও স্থানীয়দের মধ্যে প্রতিনিয়ত বিভ্রান্তি তৈরি হচ্ছে।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম বলেন, নামফলক না থাকায় কেউ বুঝতেই পারেন না এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের গেট। আমরা প্রায়ই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হই। এটা এক ধরনের অবহেলা। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও পরিচয়ের প্রশ্নে এটি অত্যন্ত জরুরি।

প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ করে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতদিনেও একটি গেটের কাজ শেষ করতে পারেনি। প্রতিটি কাজে তাদের অবহেলা ও অদক্ষতার কারণে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে যাচ্ছি। একটি গেট বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে। অথচ প্রশাসন সেটি তৈরি করতেও ব্যর্থ হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত গেটের কাজ সম্পন্ন করার দাবি জানাই।

এ বিষয়ে পরিকল্পনা দপ্তরের পরিচালক আতিকুজ্জামান ভূঁইয়া বলেন, মেইন গেটের কাজ সম্পন্ন না করে রাস্তার কাজ সম্পন্ন করায় বাজেট ওভার হয়ে গেছে। এ কারণে গেটের কাজ করা যাচ্ছে না। পরবর্তী বাজেট এলে কাজ শুরু করা যাবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নকাজ বন্ধ আছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যার তদন্ত কার্যক্রম চলমান। রিপোর্ট জমা দেওয়ার পর কার্যক্রম শুরু হতে পারে।

৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9