গোবিপ্রবিতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক
- গোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:২০ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আপত্তিকর অবস্থায় কৃষি বিভাগের ছাত্র ও ছাত্রীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৪ জুলাই) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে থাকা টিনশেড থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল সন্ধ্যা থেকে ওই দুই শিক্ষার্থী সেখানে তাদেরকে দেখা যায়। একপর্যায়ে রাত হলে তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। বিষয়টি কয়েকজন শিক্ষার্থী দেখতে পেয়ে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
আটকের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছেলেমেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার দাবি করা হয়। বিয়ে দেওয়ার দাবিতে রাত দুইটা পর্যন্ত প্রক্টর অফিসে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা।
আটক হওয়া যুগলের মধ্যে ছেলেটি একপর্যায়ে বিয়েতে সম্মতি জানালেও মেয়েটি তাতে রাজি হয়নি। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে উভয়কেই প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে মধ্যরাতে পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়। দুই পক্ষের অভিভাবকরা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান প্রক্টরিয়াল বডি।