যুবদল নেতার নেতৃত্বে নোবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলা

২০ জুন ২০২৫, ০৭:৪৮ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৯:৫৭ AM
হামলাকারী যুবদল নেতা মীর ফরহাদ উদ্দিন

হামলাকারী যুবদল নেতা মীর ফরহাদ উদ্দিন © সংগৃহীত

যুবদল নেতার নেতৃত্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীর ওপর হামলা ও হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, হামলাকারী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর ফরহাদ উদ্দিন টিপু। বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে নোয়াখালীর চৌমুহনী বাজারের রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীদের বহনকারী ফেনীগামী নোবিপ্রবির একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যামে আটকে থাকা অবস্থায় স্টার লাইন পরিবহনের সঙ্গে কথা-কাটাকাটির পর এক পর্যায়ে এক বহিরাগত ব্যক্তি বাসে উঠে পড়েন এবং আগ্রাসী আচরণ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের শিক্ষার্থী জাহেদুল হকসহ কয়েকজন ঘটনাটি জানতে চাইলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে লাঠি দিয়ে এক শিক্ষার্থীকে আঘাত করেন। পরে তিনি ফোন করে আরও ১৫–২০ জন সঙ্গী ডেকে আনেন এবং বাসে উঠে শিক্ষার্থীদের হুমকি ও গালাগাল করতে থাকেন। 

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী নোবিপ্রবি  শিক্ষার্থী এম আর ফুয়াদ জানান, ক্যাম্পাস থেকে ফেনীগামী বাস যখন চৌমুহনী রেলক্রসিং এর এদিকে জ্যামে আটকে ছিল তখন জাহেদুল হকের সাথে কথা কাটাকাটির পর মীর ফরহাদ টিপু তার ২০ জন লোক থেকে ১টি লাঠিসহ ৬/৭ জন লোক নিয়ে বাসে উঠে জাহেদকে খুঁজতে থাকে। তখন আমি বাসের মাঝখান থেকে বনেটের সামনে গিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করি। তখন আমি সামনে থাকায় তার এক ছেলে আমাকে জাহেদ মনে করে টেনে নামাতে চেষ্টা করে। তখন টিপু উক্ত ব্যক্তি আমি নই বলে পিছনে দেখাতে থাকে। 

তিনি আরো বলেন, এক পর্যায়ে টিপু আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারতে লাঠি উদ্ধত করলে তা আমি ধরে ফেলি এবং তার ২ জন লোক আমাকে টানা-হেঁচড়ে করতে থাকে। তখন টিপু আমাকে ধাক্কা দেয়। এরপর একলোক আমাকে জিজ্ঞেস করে যে তুই উনারে (টিপু) চেনো? আমি বললাম আমার উনারে চেনার কি দরকার? উনি হাত তুলবে কেন? তারপরও আমি তাকে পিছনে যেতে দেইনি। তখন আবার ড্রাইভার কিছু বললে তাকে লাঠি দিয়ে মারতে উদ্ধত হয়। এরপর এক স্থানীয় আমাকে সিটে যেতে বলে তাকে নিয়ে নামতে গেলে সেনাবাহিনী উপস্থিত হয়। তারপর বাস সামনে আগাতে লাগলে সেনাবাহিনীকে তার ব্যাপারে সন্ত্রাসী হিসেবে ইশারা দেয়। তখন সে আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়।

আরো পড়ুন: ছাত্রদলের কোন্দলে-সংঘর্ষে ১০ মাসে নিহত ৪১

ভুক্তভোগী বাসের চালক বলেন, চৌমুহনী বাজারের জ্যামে আমাদের গাড়ি আটকে ছিল। পাশে স্টার লাইন আরেকটি গাড়িও ছিল। তখন এক লোক রাস্তা পার হওয়ার সময় আমাকে এসে বলে গাড়ি এভাবে রাখছিস? আমি তাকে সোজা রাস্তা পার হওয়ার জন্য ইশারা দিলেও সে হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে গালাগালি করে ও মারার জন্য উদ্যত হয়। ওই মুহূর্তে বাসের পেছন থেকে দুইজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের ওপর ওই লোকসহ ৬-৭ জন লাঠিসোঁটা নিয়ে মারতে যায়। তখন অন্য একজন শিক্ষার্থী তাদের বাঁধা দেয়। হামলাকারীরা ওই শিক্ষার্থীকে মারবার জন্য টেনে বাইরে নিয়ে যেতে চাইলেও সেনাবাহিনী উপস্থিত হওয়ায় করতে পারেনি। পরে সেখান থেকে আমরা ফেনী উদ্দেশ্যে চলে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী জাহেদুল হক বলেন, ‘আমরা জানতে চাইলে সে আমাদের মারতে আসে, লাঠি দিয়ে আঘাতও করে, পরে দলবলে এসে বাসে উঠে ভয়ভীতি ও গালিগালাজ করে। আমাকে নামিয়ে মারার চেষ্টা করে।’

এদিকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং হামলাকারী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।  

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নোবিপ্রবির প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি বেগমগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে। আমরা সময় দিয়েছি। জেলা পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার জানিয়েছি। সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে প্রধান অগ্রাধিকার এবং বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব।’

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল সহকারী পুলিশ সুপারের (এএসপি) সঙ্গে সাক্ষাৎ করেন নোবিপ্রবির একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা বেগমগঞ্জ থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগপত্র (স্মারকলিপি) জমা দেন। পরে ওসি ও সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9