নোবিপ্রবিতে তুচ্ছ কারণে চাকরিচ্যুত দুই প্রভাষকসহ কয়েকজন ফিরলেন নিজ পদে

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক
নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক  © সম্পাদিত

তুচ্ছ কারণে চাকরিচ্যুত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই প্রভাষক ও এক কর্মকর্তাসহ কয়েকজনের চাকরি পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২০ মে) ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

মোহাম্মদ রেজুয়ানুল হক তিনটি ঘটনার বিবরণ দিয়েছেন। প্রথম ঘটনায় লিখেছেন, ইন্টারভিউ দিয়ে চাকরি পেলেন। রিজেন্ট বোর্ডে (সিন্ডিকেটে) পাস হলো। লেকচারার হিসেবে জয়েন করলেন। একদিন পর বলা হলো, আপনার আপাততঃ ক্যাম্পাসে আসার দরকার নেই। তাঁকে আর ক্যাম্পাসে আসতে দেওয়া হয়নি। 

দ্বিতীয় ঘটনায় বলা হয়েছে, আরেকজন তো লেকচারার হিসেবে টানা তিন মাস ক্লাসও নিলেন। তিন মাস পর বলা হলো, আপনার আর ক্লাস নেয়ার দরকার নেই, ক্যাম্পাসে আসার দরকার নেই। উনি আর ক্যাম্পাসে ফিরতে পারেননি। এমনকি ওই তিন মাসের বেতনও দেওয়া হয়নি। 

তৃতীয় ঘটনা ছিল, একজন কর্মকর্তা হিসেবে বেশ কয়েক বছর চাকরি করলেন। তাঁকে ছোট একটা কারণে চাকরিচ্যুত করা হয়। লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে অনেক বছর পার হলো। বরখাস্ত হওয়ায় কোথাও আর চাকরি ও পাচ্ছিলেন না। পরে পিএইচডি করেন। এমনকি পিএইচডি করেও বেচারা দেশে কোন চাকরি জোগাড় করতে পারছিলেন না। নিরুপায় হয়ে বেচারা এমনকি মুদীর দোকানেও চাকরি করেন। কিছু একটা তো করতে হবে! জীবনের ঘানি তো টানতে হবে! 

আরও পড়ুন: তিতুমীরের ছাত্রাবাস উদ্বোধনের আগেই নষ্ট দরজা-চেয়ার-টেবিল, খসছে পলেস্তারা

গল্প মনে হলেও এগুলো বাস্তব ঘটনা উল্লেখ করে মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, ‘হ্যাঁ, এগুলো আমাদের নোবিপ্রবির গল্প। অতীতে এমন ঘটনাও ঘটেছে। যাইহোক, আমরা এই তিন জনসহ এরকম বঞ্চিত বেশ কয়েকজনকে চাকরি ফেরত দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিয়েছি। তাদের চোখেমুখে যে কৃতজ্ঞতার ছাপ দেখলাম, এরচেয়ে সুন্দর দৃশ্য জগতে হয়?’

তিনি ভিসিসহ রিজেন্ট বোর্ডের সব সদস্য, তদন্ত কমিটি, রিভিউ কমিটির সব সদস্যসহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এর চেয়ে সুখকর ঘটনা আমার জীবনে খুব বেশি ঘটেনি। মানুষের জন্য কিছু করতে পারার মতো আনন্দময় জগতে বেশি কিছু নেই! সবমিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বেঁচে থাকলে শেষ বয়সে নাতি-নাতনিদের এসব গল্প করব। বলার মতো এরকম আরও অনেক গল্প তৈরি করতে চাই! এরকম গল্পে ভূমিকা রাখতে চাই!’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence