স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি হাবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ ২০১৯, ০৮:২৪ PM
শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। © আব্দুল মান্নান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ পালিত হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় উপাচার্য শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবসের একটি র‌্যালি বের করা হয়।

পরে র‍্যালি শেষে সকাল সাড়ে নয়টায় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ছাত্র পরামর্শ বিভাগের সহকারী পরিচালক মিসরাত মাসুমা পারভেজের সঞ্চালনায় ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, হাবিপ্রবি সাংবাদিক সমিতি, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, কর্মচারীগণ, হাবিপ্রবি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ করা হয়। এ সময় ভাইস চ্যান্সেলরের বাণী পাঠ করে শোনান আন্তর্জাতিক হলের সহকারী মোহাম্মদ মঈন উদ্দিন (রাসেল)।

উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম তার বাণীতে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। যার মর্মকথা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব ধরনের অবিচার ও বৈষম্য থেকে মানুষের মুক্তি। সে লক্ষ্য অর্জনে বর্তমানে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উপগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, পদ্মা সেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দরসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। গ্রামের সাধারণ মানুষ আধুনিক সুযোগ সুবিধা পেতে শুরু করেছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতির প্রতিটি ক্ষেত্রে আমাদের অগ্রগতি বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।’

বানী পাঠ শেষে উপাচার্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে দেয়ালিকা উন্মোচন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এরপরই শিক্ষক বনাম শিক্ষক, কর্মকর্তা বনাম কর্মকর্তা, কর্মচারী বনাম কর্মচারী, ছাত্র বনাম ছাত্রের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিক্ষিকা বনাম শিক্ষিকা, ছাত্রী বনাম ছাত্রীর মধ্যে অনুষ্ঠিত হয় মিউজিক্যাল চেয়ার। শিশুদের জন্য বিস্কুট দৌড় এবং সকলের জন্য যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

স্বাধীনতা দিবসের র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের
একাংশ। ছবি: আব্দুল মান্নান

বাদ যোহর সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় জুড়ে আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, দিবসটি পালনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ রাজিব হাসান ও উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬