অনশনে ডিজিটালের শিক্ষার্থীরা

ক্যাবিনেট সভায় এজেন্ডাভুক্ত হতে পারে নাম পরিবর্তনের প্রস্তাব

আন্দোলনরত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
আন্দোলনরত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা  © টিডিসি সম্পাদিত

নাম পরিবর্তনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বুধবার সকাল ৯টা থেকে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীদের একটি অংশ। জানা গেছে, নাম পরিবর্তনের বিষয়টি আগামীকাল ক্যাবিনেট সভায় এজেন্ডাভুক্ত হতে পারে।

জানা গেছে, আগামীকাল বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে সভায় নতুন নাম প্রস্তাবনার বিষয়টি এজেন্ডাভুক্ত করার চেষ্টা চলছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও তোড়জোড় চালাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া, বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক তানজীমউদ্দীন খান।

চলমান অনশন কর্মসূচির বিষয়ে মাস্তুরা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা গত তিন দিন যাবত এখানে অবস্থান করছি। আগামীকাল ক্যাবিনেট সভা হওয়ার কথা রয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না।’

অনশনরত শিক্ষার্থী এহসানুল হক দ্য ডেইলি ক্যাম্পাস-কে জানান, ‘গত তিন মাস যাবত আমাদের শিক্ষা কার্যক্রম অচল রয়েছে। বিভিন্ন সময়, বিভিন্নভাবে আমরা নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। তবে তারা শুধু আশ্বাসই দিয়েছে, বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি। এখনো কেবল আশ্বাসই দিচ্ছেন। আমরা আর আশ্বাসে বিশ্বাস করি না। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।’

এ বিষয়ে কথা হয় ইউজিসির সদস্য সচিব ড. মো. ফখরুল ইসলামের সঙ্গে। দ্য ডেইলি ক্যাম্পাস-কে তিনি বলেন, এমন আন্দোলন আমরা আগে কখনো দেখিনি। অনেকেই আন্দোলন করেছে, কিন্তু সন্ধ্যার পর চলে গেছে। অথচ তারা তিনদিন ধরে রয়ে গেছে। নাম পরিবর্তনের বিষয়টি আমাদের হাতে নেই। এটি ক্যাবিনেট পর্যন্ত ওঠার জন্য অনেকগুলো ধাপ পার হতে হয়। আমরা জানি, তারা এখন বিষয়টি নিয়ে কাজ করছে। বাকিটা মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

এ বিষয়ে জানতে কথা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার-এর সঙ্গে। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, ‘এজেন্ডায় অন্তর্ভুক্ত করার জন্য কয়েকটি ধাপ পার করতে হয়। আমরা সেই কাজ করছি। যদি সময়মতো কাজ শেষ করতে পারি, তাহলে এজেন্ডায় আগামীকাল অন্তর্ভুক্ত হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসযোগে ইউজিসি কার্যালয়ের সামনে আসেন। পরে সেখান টানা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পরে সর্বশেষ আজ বুধবার সকাল ৯টায় ইউজিসি প্রাঙ্গণে এ অনশন শুরু হয়।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নামের জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাদের। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence