বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

০৭ মার্চ ২০১৯, ০৮:৫০ PM
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষকরা

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষকরা © আব্দুল মান্নান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর ২০২১ এবং ২০৪১ সালের ভিশন মিশন নিয়ে যেভাবে কাজ করেছেন, আশা করি সে সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ রাজিব হাসান, বঙ্গবন্ধু হলের হল সুপার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সহকারী হল সুপার মো. ফরিদুল্লাহ , ডা. মো. সাজেদুর রহমান এবং সাইফুদ্দিন দুরুদ সহ বিভিন্ন শাখার পরিচালক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর ঐতিহাসিক এই দিনটির তাৎপর্যের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণের কারণে এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ একতাবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে। যার ফলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আজ তারই কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

বাংলাদেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ২০২১ এবং ২০৪১ সালের যে ভিশন মিশন নিয়ে যেভাবে কাজ করেছেন, আশা করি সে সময়ের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এ ব্যপারে ভূমিকা রাখার জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান তিনি।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬