র‍্যাগিং বন্ধে আইনী ব্যবস্থা নেবে হাবিপ্রবি প্রশাসন

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৯ PM

কাল শুরু হচ্ছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ক্লাস। এরই মধ্যে নতুন শিক্ষার্থীদের পদচারণায়  মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাসের প্রতিটি ভবন, প্রতিটি জায়গা। হাবিপ্রবির সবুজ চত্বরে ঠাঁই পেয়ে অনেকেই এখন উচ্ছ্বসিত।

কিন্তু তাদের এই উচ্ছ্বাস আর আনন্দের মাঝেও যেন ভাটা ফেলেছে র‍্যাগিং নামক বিকৃত মানসিকতার কিছু কুরুচিপূর্ণ আচরণ। যে কারণে সব কিছু পেয়েও যেন কিছুটা ভীত-সন্ত্রস্ত এই নবীনরা।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ক্যাম্পাস নতুন জায়গায় সবকিছুই অপরিচিত নবীনদের কাছে। উপরন্তু র‍্যাগিং নামক বিষয়টি আরও কোনঠাসা করে ফেলেছে তাদের। ইতোপূর্বে এমনও ঘটনা ঘটেছে, পড়তে এসে  অনেক শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি হয়েও ক্লাস -পরীক্ষায় উপস্থিত না থেকে  দীর্ঘদিন অলস সময় পার করেছে বাসায়। 

অবশ্য প্রশাসন বলছে, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাসে আসা-যাওয়া করতে পারে; সেজন্য  র‍্যাগিং বিষয়ে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হুশিয়ারি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে  শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র‍্যগিং-এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। কোথাও কোন র‍্যাগিং হলে এবং র‍্যাগিং এ কাউকে উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’       

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬