চুয়েটে আয়োজিত হচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব

০৭ মে ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হতে যাচ্ছে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব ‘MIE ROBOLUTION 1.0’ । বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ভিন্নধর্মী এই উৎসবটির। 

জানা যায় উৎসবে প্রযুক্তি, উদ্ভাবন, মেকাট্রনিক্স, রোবটিক্স, সফটওয়্যার ও ডিজাইন ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। ‘MIE ROBOLUTION 1.0’ এর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে টেকাথন যেটি দেশের প্রথম সরাসরি যন্ত্র এবং সফটওয়্যার এর সমন্বিত হ্যাকাথন । এছাড়াও আয়োজিত হবে ক্যাড প্রতিযোগিতা, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, প্রজেক্ট শোকেজ ও দাবা প্রতিযোগিতাও। 

আগামী ৮-১০ ই মে তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই উৎসবে ৪১ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশগ্রহণ করবে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। 

উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো, বাংলাদেশে প্রযুক্তি ও রোবটিক্স শিক্ষার প্রতি তরুণদের আগ্রহ তৈরি করা, তাদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং একটি মানসম্মত জাতীয় প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। এটি শুধুমাত্র একটি ইভেন্ট নয় বরং প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি অনুপ্রেরণার প্লাটফর্ম। এছাড়াও এই উৎসবে দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতি শিক্ষার্থীদের জ্ঞান ও অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে। আয়োজনে দেশের স্বনামধন্য কিছু শিল্প কারখানা থেকেও বিশেষজ্ঞ দল আসবে। তাদের নিয়ে আমরা সেমিনার এর আয়োজন করবো এবং আমাদের লক্ষ্য থাকবে তাদের সাথে আমাদের বিভাগের একটি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। “

উল্লেখ্য, উৎসবটিতে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রতিযোগিতার জন্য পুরস্কার হিসেবে থাকবে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এতে মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকবে সিএস ল্যাব এবং অন্যান্য পৃষ্ঠপোষক হিসেবে থাকবে আইকোনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি নেক্সট।

 

মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬