শিক্ষক সংকট সমাধান ও সেশনজট নিরসনে জাবিপ্রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

০৬ মে ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শিক্ষার্থীরা একটি লিখিত আবেদনপত্র জমা দেন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শিক্ষার্থীরা একটি লিখিত আবেদনপত্র জমা দেন © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট, সেশনজটসহ কয়েকটি সমস্যা সমাধানে ১০ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা একটি লিখিত আবেদনপত্র জমা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগটির শিক্ষক সংখ্যা সংকটজনক। বর্তমানে পাঁচটি ব্যাচে প্রায় ১২০ জন শিক্ষার্থী থাকলেও বিভাগে রয়েছেন মাত্র ৩ জন প্রভাষক। নেই কোনো সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক কিংবা অধ্যাপক পদে কেউ।

উপাচার্য বারাবর দেওয়া লিখিত দাবিপত্রে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি হলো- চলমান সংকট নিরসনে ১০ কার্যদিবসের মধ্যে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে অভিজ্ঞ গেস্ট টিচার ক্যাম্পাসে সরাসরি উপস্থিত থেকে ক্লাস পরিচালনার ব্যবস্থা করতে হবে, বিভাগে প্র্যাকটিক্যাল ক্লাস চালাতে গিয়ে শিক্ষার্থীরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই দ্রুত একজন দক্ষ ল্যাব সহকারী নিয়োগের দাবি জানানো হয়েছে এবং প্রযুক্তিগত চর্চা ও গবেষণার জন্য ইইই বিভাগের শিক্ষার্থীদের একটি স্বতন্ত্র কম্পিউটার ল্যাব প্রয়োজন বলেও জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সংকটের কারণে কোর্স বণ্টন ও ল্যাব ক্লাসের রেগুলারিটি ঠিকভাবে রক্ষা করা সম্ভব হচ্ছে না। তারা অভিযোগ করেন, একটি সেমিস্টারের মেশিন ল্যাব কোর্স মাত্র দুইদিনে ৬টি এক্সপেরিমেন্ট করিয়ে শেষ করছে, যা প্রাপ্য শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মিনহাজ বলেন, ‘ল্যাব পরীক্ষা গুলো সিএসই বিভাগের ল্যাবে করতে হয় তাই নির্ধারিত সময়ে তাদের ল্যাব ফাঁকা না থাকায় প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ল্যাব পরীক্ষাও পিছিয়ে যায়। শিক্ষকের ক্লাস ওভারলোড এবং ল্যাব ঘাটতির কারণে আমরা ঠিকভাবে ক্লাস ও প্র্যাকটিস করতে পারছি না আমরা।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৯ এপ্রিল আমাদের চলমান পরীক্ষা শেষ হবে এবং ২০ এপ্রিল থেকে নতুন সেমিস্টার শুরু হবে। তাই তার আগেই সমস্যাগুলোর কার্যকর সমাধান চাই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিয়মিত শিক্ষক নিয়োগের কাজ চলমান রয়েছে, তবে ১০ কার্যদিবসে তা সম্পন্ন করা সম্ভব নয়। এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিকল্প হিসেবে ক্যাম্পাসভিত্তিক গেস্ট টিচার নিয়োগ এবং একটি পূর্ণাঙ্গ ল্যাব সেটআপের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬